দুই সাংবাদিকের ওপর হামলার নিন্দা ডুজার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২১ | ০৯:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম আলো ও বাংলা ট্রিবিউনের দুই সাংবাদিকের ওপর হামলার নিন্দা জানিয়েছে একটি সাংবাদিক সংগঠন।
শুক্রবার এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দুঃখজনক হলেও সত্য যে হামলায় সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।