ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হলেন লোকমান হোসেন

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হলেন লোকমান হোসেন

লোকমান হোসেন মিয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১ | ২৩:৪৭ | আপডেট: ০৪ এপ্রিল ২০২১ | ০০:৪৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ ছাড়া ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মোকাবির হোসেনকে সুরক্ষা সেবা বিভাগের সচিব করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আরও পড়ুন

×