ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

ঈদে কর্মস্থলেই থাকতে হবে ঢাবি শিক্ষক-কর্মচারীদের

ঈদে কর্মস্থলেই থাকতে হবে ঢাবি শিক্ষক-কর্মচারীদের

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২১ | ০২:২৮

আসন্ন ঈদের ছুটিতে কর্মস্থলে থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি ও লকডাউন বিবেচনা করে আসন্ন ঈদুল ফিতরের ছুটিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অতি জরুরি প্রয়োজন এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের ঈদুলফিতরের অনুমোদিত ছুটি প্রয়োজনে কমিয়ে আনা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আরও পড়ুন

×