নিম্নমানের খাবার তৈরি করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২১ | ০৮:৩৬
নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার তৈরির অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জে এ অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন খাবার তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ধ্বংস করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আনন্দ বেকারিকে এক লাখ ৫০ হাজার, আমার দেশ বেকারিকে এক লাখ ৫০ হাজার, আদি বাসুদেব মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার, মা মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার, হামজা ফুড প্রোডাক্টসকে এক লাখ ৫০ হাজার, এমএস ফুড প্রোডাক্টসকে এক লাখ ৫০ হাজার ও কুসুম বেকারিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এ অসাধু প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে নিম্নমানের খাদ্যসামগ্রী তৈরি করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
- বিষয় :
- ভ্রাম্যমাণ আদালত