ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

বন্ধ কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফেরানোর দাবি

বন্ধ কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফেরানোর দাবি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২১ | ০৯:২২ | আপডেট: ০৭ মে ২০২১ | ০৯:৪৪

বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত্ব পাট ও চিনি কল চালু করে শ্রমিকদের পুনরায় কাজে নিয়োজিত করে তাদের দুর্দশামুক্ত করার দাবি জানিয়েছে পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ এবং আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ।

শুক্রবার দুই সংগঠনের যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়। এতে বলা হয়, গত বছরের জুলাই মাসে রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধ করে এই মিলগুলোর স্থায়ী ২৪ হাজার শ্রমিক এবং ২৬ হাজার বদলি ও ক্যাজুয়াল শ্রমিকের পাওনা পরিশোধসহ তিনমাসের মধ্যে মিলগুলো চালুর প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। এতে কর্মচ্যুত শ্রমিকরা অত্যন্ত মানবেতর অবস্থায় পড়েছেন।

বিবৃতিতে আখচাষিদের ছয় দফা মেনে নেয়া এবং পাট ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সমুদয় পাওনা দ্রুত পরিশোধের আহ্বান জানিয়ে বলা হয়, করোনা মহামারিতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। জীবন, জীবিকার সংকট তীব্র হয়েছে। শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদান এবং বিরাষ্ট্রীয়করণ বাতিল করে জাতীয় সম্পদ রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক সহিদুল্লাহ চৌধুরী এবং আখচাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুগ্ম আহ্বায়ক, লুৎফর রহমান, কামরূল আহসান, মছিউদদৌলা ও সুকুমার সরকার। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×