সেমিনারে বক্তারা
বাজেট পরিকল্পনায় প্রাধান্য দিতে হবে কর্মসংস্থানকে

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২১ | ২১:৩৬
দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে কর্মসংস্থানকে প্রাধান্য দিয়েই বাজেট পরিকল্পনা করতে হবে। পুরোনো কর্মসংস্থানকে ধরে রেখে নতুন নতুন আরও অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মানসম্পন্ন ও টেকসই কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়া বেকার সমস্যার সমাধান সম্ভব নয়। সেইসঙ্গে এখন থেকেই বেকার ভাতা চালু করা প্রয়োজন।
মঙ্গলবার যুব ইউনিয়ন আয়োজিত 'কর্মসংস্থানমুখী বাজেট চাই' শীর্ষক অনলাইন সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আসন্ন ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে এ সেমিনারের আয়োজন করা হয়।
যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনান রিয়াদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান আসাদুজ্জআমান মাসুমের সঞ্চালনায় সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ, গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান ড. রাশেদ আল মাহমুদ তীতুমীর, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা জলি প্রমুখ।
- বিষয় :
- কর্মসংস্থান
- বাজেট
- বাজেট পরিকল্পনা