ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

পাপুলের এমপি পদ নিয়ে আবেদন আপিলেও খারিজ

পাপুলের এমপি পদ নিয়ে আবেদন আপিলেও খারিজ

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২১ | ০৮:৪৩

কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা করে জারি করা গেজেট ও উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন হাইকোর্টের পর আপিল বিভাগেও খারিজ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে ৮ জুন পাপুলের বোন নুরুন্নাহার বেগম ও নির্বাচনে মনোনয়নপত্রের প্রস্তাবক শাহাদাত হোসেনের করা রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। এর পর ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তারা। বৃহস্পতিবার সেটিও খারিজ হয়েছে।

কুয়েতের আদালতে শাস্তির রায় ঘোষণার পর গত ২৮ জানুয়ারি পাপুলের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা করা হয়। এর পর ২২ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়। পরে ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় রিট করা হয়।

আরও পড়ুন

×