ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

তালগাছ নেই বলেই মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে: বুয়েট উপাচার্য

তালগাছ নেই বলেই মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে: বুয়েট উপাচার্য

শনিবার বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুয়েট উপাচার্য- সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২১ | ০৯:৪৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেছেন, তালগাছ বজ্রপাত আটকে দেয়। আগে গ্রামের প্রতিটি বাড়িতে তালগাছ ছিল। এখন এসব তালগাছ নেই বলেই মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিদপ্তর আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো আবদুস সবুর এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড আব্দুল জব্বার খাঁন, স্থাপত্য অনুষদের ডিন সাব্বির রহমানসহ প্রমুখ বক্তব্য রাখেন।

বনায়নের পাশাপাশি বন রক্ষার তাগিদ দিয়ে বুয়েট উপাচার্য বলেন, ‘এখন বন কেটে শহর বানানো হচ্ছে। বন এবং পাহাড় না কেটে এগুলোকে যেন রক্ষা করা যায় সেদিকে আমাদের নজর দিতে হবে। একদিকে গাছ কাটব আর অন্যদিকে গাছ লাগাব সেটি করা যাবে না। বনায়ন করতে হলে বনকে রক্ষাও করতে হবে।’

তিনি বলেন, ‘পরিবেশকে রক্ষার জন্য এত বছর চেষ্টা করা হয়নি। এজন্যই আমরা এখন কোভিডে আক্রান্ত হচ্ছি। যদি আমরা আগে থেকেই চেষ্টা করতাম তাহলে এখন পরিবেশ ঠিক থাকতো, আমাদের মাস্ক পরতে হতো না। এজন্য পরিবেশকে অবহেলা করা যাবে না।’ একটি গাছ কাটার আগে শতবার ভাবার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘গাছ কাটো আর ব্যবসা করো’ আমাদের এই মানসিকতার পরিবর্তন করতে হবে। গাছকে আমাদের রক্ষা করতে হবে। বন না কেটেও শহর বানানো যায়।

অনুষ্ঠানে দেলোয়ার হোসেন বুয়েট অধ্যাপকদের পরিবেশ নিয়ে কথা বলার অনুরোধ জানিয়ে বলেন, ‘দেশের উন্নয়নে প্রায় সব সেক্টরে আপনারাই আমাদের পথ দেখান। পরিবেশ নিয়েও যদি আপনারা কিছু বলেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর এই আন্দেলনটি নতুন মাত্রা পাবে। জননেত্রী শেখ হাসিনার আহ্বান বাংলাদেশকে অন্তত ২৫ ভাগ বনভূমিতে উন্নত করা, আপনাদের সহযোগিতা এবং নির্দেশনা পেলে সেটি আমরা করতে সক্ষম হবো। আপনারা এসব বিষয়ে বিশেষজ্ঞ। আপনারা মানুষদের এসব বিষয়ে বললে মানুষ অন্যরকম সম্মানের সাথে সেটি গ্রহণ করবে।’

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে তিনটি ডাব গাছ লাগানো হয়। আওয়ামী লীগের বন ও পরিবেশ কমিটির পক্ষ থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে এক হাজার গাছ উপহার হিসেবে দেওয়া হয়।

আরও পড়ুন

×