ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আইওআইতে বাংলাদেশের চার রৌপ্য ও ব্রোঞ্জ

আইওআইতে বাংলাদেশের চার রৌপ্য ও ব্রোঞ্জ

--

প্রকাশ: ০১ জুলাই ২০২১ | ১২:০০ | আপডেট: ০১ জুলাই ২০২১ | ১৪:০৩

ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিকসে (আইওআই) দুটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশ। গত ২২ ও ২৫ জুন কম্পিউটার প্রোগ্রামিংয়ের জগতে অনূর্ধ্ব ২০-এর জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এই প্রতিযোগিতার ভেন্যু এবং আয়োজক ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। তবে করোনার কারণে বাংলাদেশের জন্য এবার অনলাইন ভেন্যু ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। রৌপ্য পদক দুটি পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফারহান আহমদ ও চট্টগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মামনুন সিয়াম। ব্রোঞ্জ পদক দুটি জয় করেছে চাঁদপুরের হাসান আলী সরকারি স্কুলের এসএসসি পরীক্ষার্থী নাফিস-উল-হক সিফাত ও নটর ডেম কলেজের এইচএসসি পরীক্ষার্থী আরমান ফেরদৌস। ২৮ জুন এই প্রতিযোগিতার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ বছর এই প্রতিযোগিতায় দেশপ্রতি সর্বোচ্চ চারজন করে ৯২ দেশ থেকে ৩৫৬ প্রতিযোগী অংশ নেয়।
প্রতিযোগিতায় পদক প্রাপ্তি এবং কালার পদক প্রাপ্তির হিসেবে বাংলাদেশের অবস্থান যথাক্রমে ১৭তম ও ২২তম। বাংলাদেশের নিচে রয়েছে ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সুইডেন, জার্মানি, ফ্রান্স, ইতালিসহ অনেক উন্নত দেশ। এর আগে ২০০৯ ও ২০১৪ সালে আইওআই প্রতিযোগিতায় একটি করে রৌপ্য পদক জয় করেছিল বাংলাদেশ। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×