ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

দুপুরের পর করোনার টিকা নেবেন খালেদা জিয়া

দুপুরের পর করোনার টিকা নেবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০০:৩৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ সোমবার করোনাভাইরাসের টিকা নেবেন। এদিন দুপুর ২টার পর রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে তিনি টিকা নেবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, খালেদা জিয়া মডার্নার টিকা নেবেন।

টিকার জন্য গত ৮ জুলাই সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন ফরম পূরণ করেন বিএনপি চেয়ারপারসন। নিবন্ধন ফরমে উল্লেখিত মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠিয়ে টিকা দেওয়ার তারিখ জানানো হয়ে থাকে। শনিবার তিনি এসএমএস পান বলে তার এক চিকিৎসক জানান।

সাবেক এই প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত হয়ে টানা ৫৩ দিন হাসপাতালে ছিলেন। গত ১৯ জুন তাকে বাসায় আনা হয়েছে। ওই চিকিৎসক জানান, বাসায় আনার পরও তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখন তিনি ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। 

আরও পড়ুন

×