ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শুরু হলো আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড

শুরু হলো আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০৪:২৪

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে ‘আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (আইবিও) চ্যালেঞ্জ’-২০২১ এবারও অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। 

সোমবার অলিম্পিয়াডের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ২১ জুলাই অনুষ্ঠিত হবে সমাপনী দিনের পরীক্ষা।

আইবিও প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ে জীববিজ্ঞানের মেধাভিত্তিক প্রতিযোগিতার সবচেয়ে বড় ও সম্মানজনক আন্তর্জাতিক আসর।এ বছরের আয়োজক দেশ পর্তুগাল। সারা বিশ্বের মোট ৭৭টি দেশ থেকে বাছাই তিন শতাধিক ক্ষুদে জীববিজ্ঞানী আইবিও চ্যালেঞ্জ ২০২১-এ অংশ নিচ্ছে। 

বাংলাদেশের পক্ষ থেকে এবারের আইবিওতে অংশ নিচ্ছেন চারজন প্রতিযোগী। তারা হচ্ছেন তাসনিম বিনতে জুলফিকার, রাদ শারার, এএসএম আবরার জাহিন তুষার ও রায়ান রহমান। 

বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. রাখহরি সরকার, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং ডা. সৌমিত্র চক্রবর্তী। 

এছাড়াও ১১ জন পরীক্ষা তত্ত্বাবধায়ক বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি কাজ করছেন।

বছরের শুরুতেই বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ও সমকালের যৌথ আয়োজনে অনলাইনে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব, জাতীয় জীববিজ্ঞান উৎসব ও জাতীয় বায়োক্যাম্প পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। যার মধ্য দিয়ে সারাদেশের অংশগ্রহণকারী প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর মধ্য থেকে টিম বাংলাদেশের এই চারজন শিক্ষার্থীকে বাছাই করা হয়। 

১৯ ও ২১ জুলাই- এই দুই দিনে দুইটি ধাপে এবারের আইবিও চ্যালেঞ্জ-এর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য,করোনা পরিস্থিতির কারণে গত বছরও জাপানে আয়োজিত আইবিও চ্যালেঞ্জ ২০২০ অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ওই আসরে অংশ নিয়ে বাংলাদেশের দুই শিক্ষার্থী রাফসান রহমান রায়ান ও রাদ শারার ব্রোঞ্জ পদক জয় করে।



আরও পড়ুন

×