অসহায়দের মধ্যে নৌবাহিনীর মানবিক সহায়তা

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০৯:১৯
করোনা মোকাবিলায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বানৌজা শেখ মুজিব ঘাঁটির তত্ত্বাবধানে নৌ সদস্যরা সোমবার খিলক্ষেত এলাকার পানির ট্যাংক, নামাপাড়া বস্তি, বাঁশপাড়া বস্তি, ভাসানটেক, বনানী ও গুলশান এলাকার ভাসমান দুস্থ ও অসহায় ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে।
সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, লবণসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
- বিষয় :
- মানবিক সহায়তা
- অসহায়
- নৌবাহিনী
- করোনাভাইরাস