মালদ্বীপের প্রেসিডেন্টকে আম উপহার শেখ হাসিনার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ১০:২৬
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুত্বের নিদর্শন হিসেবে ৫০০ কেজি হাঁড়িভাঙ্গা আম পাঠানো হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন।
এতে বলা হয়, মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আয়েশা শান সাকির কাছে উপহারের আম হস্তান্তর করেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান।
মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ জানান দেশটির চিফ অব প্রটোকল।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কয়েকটি দেশের সরকারপ্রধানের জন্য আম উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা।