ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

লস এঞ্জেলসে সাংবাদিক আরিফুর রহমানকে সম্মাননা

লস এঞ্জেলসে সাংবাদিক আরিফুর রহমানকে সম্মাননা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ১২:৩৮

সাংবাদিকতায় বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন এনটিভির চিফ অফ করেসপন্ডেস আরিফুর রহমান। শুক্রবার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের বিখ্যাত বাংলা ব্যান্ড ফ্রিডম এজ এর আয়োজনে এক অনাড়ম্বর আয়োজনে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা পুরস্কার তুলে দেন ফ্রিডম এজ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও লিড ভোকালিস্ট সামি নোবেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যান্ডের বেস গিটারিস্ট লাকি ইসলাম ও আমন্ত্রিত অতিথিরা।

দেড় দশক ধরে আরিফুর রহমান সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত। মাঠ পর্যায়ে ক্রাইম রির্পোটিংয়ের পাশাপাশি আরিফুর রহমান অনুষ্ঠান সঞ্চালনাও করে থাকেন। তার সঞ্চালিত অনুষ্ঠান নিউজ ইনসাইড, প্রবাস জীবন, কোভিড-১৯ করোনায় করণীয়, বীরশ্রেষ্ঠদের বিজয়গাঁথা, মায়ের ভাষা, মুক্তির আলোয় বাংলাদেশ পেয়েছে দর্শকপ্রিয়তা। সাহসী সাংবাদিক হিসেবে বেশ সুনাম রয়েছে তার। 

অনুষ্ঠানে আরিফুর রহমান বলেন, ‘স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে। সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। এজন্য আমি ফ্রিডম এজের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে যেন আরও ভালো কিছু করতে পারি, দেশের মানুষের সঙ্গে সর্বশেষ এবং বিশেষ তথ্যগুলো শেয়ার করতে পারি এই দোয়া চাই।’

উল্লেখ্য, প্রবাসে কয়েকজন প্রতিভাবান বাংলাদেশি যন্ত্রশিল্পী ও সঙ্গীতশিল্পীর সমন্বয়ে গঠিত ফ্রিডম এজ ব্যান্ড যাত্রা শুরু ২০১০ সালে। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মৌলিক সংস্কৃতিকে আধুনিকতার ছোঁয়ায় বৃহৎ পরিসরে দর্শক ও শ্রোতাদের কাছে তুলে ধরাই ফ্রিডমএজ ব্যান্ড এর মূল লক্ষ্য। গত এক দশকেরও বেশি সময় ধরে ফ্রিডম এজ ব্যান্ডের মৌলিক গান ও পরিবেশনা প্রবাসী দর্শক ও শ্রোতাদের কাছে সমাদৃত হয়ে আসছে।  


আরও পড়ুন

×