৬০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল জেএএন অ্যাসোসিয়েটস

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ১৩:০৫
দ্বিতীয় দফায় করোনার কারণে অসহায় হয়ে পড়া ৬০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের আমদানিকারক ও পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস। পরিবার প্রতি ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, এক কেজি চিনি ও এক কেজি লবণ এবং এক লিটার সয়াবিন তেল দেওয়া হয়।
করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্নমধ্যবিত্ত ও দরিদ্রদের এ সহায়তা দেন জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ এইচ কাফি।ঢাকার মিরপুর, পল্লবী ও ধানমন্ডি এলাকার দরিদ্রদের এ সহায়তা দেওয়া হয়।
এ সম্পর্কে জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ এইচ কাফি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর লকডাউনের মধ্যে অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। মানবতর জীবন-যাপন করছেন কিন্তু কারও কাছে সহায়তা চাইতে পারছেন না এমন মানুষের সংখ্যাও কম নয়। আমরা এই শ্রেণির কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।
তিনি বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে যদি সামর্থবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তবে এই ক্রান্তিকাল থেকে উত্তরণ সম্ভব হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
- বিষয় :
- করোনা
- অসহায়দের
- খাদ্য সহায়তা
- জেএএন অ্যাসোসিয়েটস