হাসান আজিজুল হককে হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৩:৪০
অসুস্থ কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় এনে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন বলেন, 'তাকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তার শারীরিক অবস্থা জানাব।'
এর আগে সকালে হাসান আজিজুল হককে এয়ার অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে ঢাকায় আনা হয়। তিনি হৃদরোগ ইন্সটিটিউটে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসা নেবেন।
হাসান আজিজুল হকের ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান গত ১৬ অগাস্ট ফেসবুক পোস্টে তার বাবার অসুস্থতার কথা জানান।
হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা শুরু করেন এবং ২০০৪ সালে অবসরে যান।