ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ

পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ

পরীমণি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৩:৫২ | আপডেট: ২১ আগস্ট ২০২১ | ০৩:৫৭

রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে শনিবার দুপুর পৌনে ১২টায় পরীমণিকে আদালতে আনে মামলার তদন্ত সংস্থা সিআইডি। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। 

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার পরীমণিকে কারাগারে আটক রাখার জন্য এদিন আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। আবেদনে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা রিমান্ডে পরীমণি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। তাই এ আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে পালাতে পারেন।

গত ৪ আগস্ট চিত্রনায়িকা পরীমণিকে তার বনানীর বাসা থেকে বিদেশি মদসহ গ্রেপ্তার করে র‍্যাব। এরপর দুই দফায় তাকে মোট ছয় দিনের রিমান্ডে পাঠান আদালত। 

সর্বশেষ তাকে দু'দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে সিআইডি। সেদিন আদালত পরীমণির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত সোমবার আবারও পরীমণির জামিন চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। বুধবার ওই জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। ওইদিন রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়, পরীমণিকে আবারও পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। ওই আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার আদালত তাকে এক দিনের রিমান্ডে পাঠান।

আরও পড়ুন

×