করোনাভাইরাস
৫২ দিনে সবচেয়ে কম ১২০ মৃত্যু, কমেছে শনাক্তও

ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৬:০০ | আপডেট: ২১ আগস্ট ২০২১ | ০৬:৪০
দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। মহামারি এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এ চিত্র গত ৫২ দিনের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ জনে।
এদিকে একদিনে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে তিন হাজার ৯৯১ জন। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রামে ২৭, রাজশাহীতে ৯, খুলনায় ১৫, বরিশালে ৩, সিলেটে ১৩, রংপুরে ৭ এবং ময়মনসিংহে ৬ জন।
নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের ৬৯ জন পুরুষ এবং ৫১ জন নারী।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
- বিষয় :
- করোনাভাইরাস