ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

হাসান আজিজুল হকের চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

হাসান আজিজুল হকের চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

হাসান আজিজুল হক- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৭:৩২

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের চিকিৎসায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক জামাল উদ্দিনকে প্রধান করে ১৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের সিসিইউ ওয়ার্ডের এক চিকিৎসক গণমাধ্যমকে এ কথা জানান।

এর আগে, হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার রাতে হাসান আজিজুল হকের শুভাকাঙ্ক্ষিরা জুম মিটিংয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যরাও তাতে সম্মত হন। জুম মিটিংয়ে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক এবং রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন অংশ নেন।

হাসান আজিজুল হক ইলেকট্রোলাইন ইমব্যালেন্স ও হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। করোনার কারণে বাসায় রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

আরও পড়ুন

×