ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

জাপান থেকে এলো আরও ৭ লাখ ৮১ হাজার টিকা

জাপান থেকে এলো আরও ৭ লাখ ৮১ হাজার টিকা

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৭:৩৬

কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান থেকে দেশে এসে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার আরও সাত লাখ ৮১ হাজার ডোজ টিকা।

শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান এসে পৌঁছায়।

জাপানের পাঠানো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার চতুর্থ চালান এটি। এবারের চালানে সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে।

জাপানের পক্ষে দেশটির রাষ্ট্রদূত ও বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জসিম উদ্দিন খান বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×