ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

দুদক কারও সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে না

দুদক কারও সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে না

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৮:৫৯

অনুসন্ধান, তদন্ত বিষয়ে সন্দেহভাজন বা অভিযুক্ত কারও সঙ্গে টেলিফোনে বা মৌখিকভাবে দুর্নীতি দমন কমিশন (দুদক) যোগাযোগ করে না বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু দুদকের কর্মকর্তা পরিচয়ে একটি অসাধু চক্রের সদস্যরা বিভিন্ন মানুষের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে তাদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে উৎকোচ দাবি করছে।

দুদক জানায়, দুদকের নামে টেলিফোনে উৎকোচ চাওয়া হলে বা অনৈতিক কোনো প্রস্তাব দেওয়া হলে সঙ্গে সঙ্গে কমিশনের হটলাইন ১০৬ অথবা দুদক পরিচালক (গোয়েন্দা ইউনিট) মীর মো. জয়নুল আবেদীন শিবলীর মোবাইল নম্বর- ০১৭১১-৬৪৪৬৭৫ ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের ০১৭১১৫৭৩৮৭৪- এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে কমিশন থেকে বলা হয়েছে।

জানা যায়, কমিশনের নির্দেশনা অনুযায়ী অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তারা লিখিত পত্রের মাধ্যমে সব কাজ সম্পন্ন করে থাকে। টেলিফোনে বা মৌখিক কথা বলে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান বা তদন্ত করার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে প্রতারক চক্রের সদস্যরা সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন মানুষের সঙ্গে টেলিফোনে কথা বলছে। তারা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া বা আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছে। এর বিনিময়ে উৎকোচ হিসেবে মোটা অংকের টাকা দাবি করা হচ্ছে। তারা প্রতারণা করে অনেকের কাছ থেকে টাকা আদায়ও করেছে।

ওইসব প্রতারককে আইনের আওতায় আনতে তাৎক্ষণিকভাবে তাদের নাম, টেলিফোন নম্বর, অবস্থান সম্পর্কে তথ্য জানতে চায় কমিশন। এই কারণেই তাৎক্ষণিকভাবে প্রতারক সম্পর্কে তথ্য হটলাইন ও ওই দু'টি মোবাইল নম্বরে জানাতে বলা হয়েছে।

সূত্র জানায়, এর আগেও বিভিন্ন সময়ে প্রতারকরা কমিশনের চেয়ারম্যান, কমিশনার, মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক পরিচয়ে প্রতারনার ফাঁদ পেতে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। কমিশনের গোয়েন্দা ইউনিট বিভিন্ন সময়ে প্রতারকদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে।

আরও পড়ুন

×