কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. প্রাণ গোপাল
ডা. প্রাণ গোপাল দত্ত - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০০:৩৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৩:৫৯
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা যোগ দেন।
ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে আছেন।
গত ৩০ জুলাই অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ করা হবে।