তালেবানের বিরুদ্ধে আফগান নারীদের প্রতি সিপিবির সমর্থন
আফগান নারীদের সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে সিপিবির প্রতিবাদ সমাবেশ, ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৬:০৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৬:০৯
আফগান নারীদের সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী সেল’র আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে তালেবানদের বিরুদ্ধে আফগান নারীদের প্রতি সমর্থন জানিয়ে সিপিবির সহ সম্পাদক শাহ আলম বলেন, আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন আফগান নারীরা অস্ত্র হাতে রাজপথে নেমে আসবে তাদের অধিকার আদায়ের দাবিতে।
তিনি বলেন, একবিংশ শতাব্দীতে নারীদের প্রতি তালেবানদের অন্যায় আচরণ আফগান জাতিকে আবার পেছনের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা।
সিপিবির নারী নেত্রী আমেনা বেগম বলেন, আজ যদি তালেবানদের অন্যায়ের প্রতিবাদ না করা হয়, তাহলে একদিন বাংলাদেশ তালেবান রাষ্ট্রে পরিণত হবে। নারীরা একা ঘর থেকে বের হতে পারবেন না। তাদের ঘরবন্দি করে রাখা হবে।
সংগঠনটি থেকে আরও বলা হয়, তালেবান গোষ্ঠী দীর্ঘদিন পর আবারও ক্ষমতায় এসে আফগান নারী ও শিশুদের ওপর নির্যাতন চালাচ্ছে। এ নির্যাতন প্রতিরোধে যেসব আফগান নারী তালেবানদের অস্ত্রের মুখে রাজপথে নেমে আসছেন, তাদের প্রতি সমর্থন এবং সব তালেবানি কর্মকাণ্ডের প্রতিবাদ জানাই।
প্রতিবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিপিবির নারী সেলের সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, লুনা নূর, অ্যাডভোকেট হাসান তারিফ চৌধুরী, তাহমিনা ইয়াসমিম, সুমাইয়া সেতু প্রমুখ।
- বিষয় :
- আফগান
- সিপিবি
- আফগানিস্তান