ডেঙ্গুতে সোয়া ২ মাসে ৫৪ জনের মৃত্যু
ছবি: ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১০:৪০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১০:৪১
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম ১০ দিনে তিন হাজার ২০০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩০১ জন। এডিস মশাবাহিত এ রোগে সেপ্টেম্বরে প্রাণ গেছে আটজনের। গত আগস্টে এ মৌসুমের সর্বোচ্চ সাত হাজার ৬৯৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে এসেছিল। আর এ মাসে মৃত্যু হয়েছিল ৩৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়ায় গত সোয়া দুই মাসেই ৫৪ জন মারা গেছেন।
অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫৩ জন ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৪৮ জন। এর আগের দিন শুক্রবার ২৪৮ জনের ভর্তির খবর দিয়েছিল অধিদপ্তর। সেই হিসেবে শুক্রবারের তুলনায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। তবে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন এক হাজার ২৭১ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে এক হাজার ৮৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৮৮ জন ভর্তি রয়েছেন। চলতি বছর হাসপাতালে মোট চিকিৎসা নিতে এসেছে ১৩ হাজার ৫৫৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে এখন পর্যন্ত ১২ হাজার ২৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।