ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বিশেষ মন্তব্য

স্বাস্থ্যবিধি মানার বিষয়টি সুনিশ্চিত করতে হবে

স্বাস্থ্যবিধি মানার বিষয়টি সুনিশ্চিত করতে হবে

সৈয়দ মনজুরুল ইসলাম

সৈয়দ মনজুরুল ইসলাম

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১২:০০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১৪:১৭

প্রায় দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান আজ খুলে দেওয়া হচ্ছে। এটি অত্যন্ত ইতিবাচক। এতদিন পর শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে। ক্লাসরুম পাঠদান শুরু হচ্ছে।

করোনার দেড় বছর আমাদের শিক্ষা ব্যবস্থা গতিহীন ছিল। এ সময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলেছে। তবে ৩০ থেকে ৩৫ শতাংশ ছাত্রছাত্রী সে শিক্ষা গ্রহণ করতে পারেনি। এটাকে আমরা ডিজিটাল বৈষম্য বলছি। এই বৈষম্য দূর করতে যথেষ্ট বরাদ্দ দেওয়া দরকার ছিল। দরিদ্র পরিবারের শিক্ষার্থীপ্রতি অন্তত একটি ল্যাপটপ দেওয়া প্রয়োজন ছিল। তাহলে আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলছি, তার একটা ভিত্তি দেওয়া যেত।

স্কুলগুলো যখন খুলে দেওয়া হচ্ছে, ঠিক তখন বিপুলসংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেন, কী কারণে তারা ঝরে পড়ছে, তা খুঁজে বের করে সেখানে কাজ করা দরকার। দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া পরিবারগুলোর জন্য কিছু করা দরকার। কিছু কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হয়েছে এই সময়ে। তাদের হয়তো আর পুনরুদ্ধার করা সম্ভব নয়, তবে তারা যেন অন্তত শ্রেণিকক্ষে ফিরে আসে সেজন্য শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান সবাইকে দায়িত্ব নিতে হবে। আর করোনাকালে শিখন ঘাটতিসহ শিক্ষার সার্বিক ক্ষতি পোষাতে সরকারকে বিশদ পরিকল্পনা নিতে হবে। প্রয়োজনে বড় কোনো প্রকল্প স্থগিত রেখে শিক্ষার ক্ষতি পোষাতে একটি প্রকল্প গ্রহণ করতে হবে।

গ্রাম পর্যায় পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বত্র বিনামূল্যে মাস্ক সরবরাহ করতে হবে। শ্রেণিকক্ষ প্রতিদিন পরিস্কার রাখতে হবে। শিক্ষাঙ্গনে ঢোকার সময় হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বার বার হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। অনেক শিশু শিক্ষার্থী মুখে আঙুল দেয়। তাদের দিকে শিক্ষকদের নজর দিতে হবে। মোট কথা, শিক্ষাঙ্গনে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি সরকারকেই নিশ্চিত করতে হবে।

আজ থেকে স্কুলে যাওয়ার জন্য শিক্ষার্থীরা মানসিকভাবে উচ্ছ্বসিত বোধ করছে। শিক্ষকরাও তাদের বরণ করে নিতে প্রস্তুত। সমাজকেও প্রস্তুত থাকতে হবে। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে, একসঙ্গে সব না খুলে দিয়ে ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে। আমি প্রত্যাশা রাখছি, শিগগিরই পরিপূর্ণভাবে সব খুলে দেওয়া সম্ভব হবে। কারণ করোনার সংক্রমণ কমছে।

মহামারির ধকল কাটিয়ে উঠে শ্রেণিকক্ষে ফের পাঠদান শুরুর এ মুহূর্তে আমি সারাদেশের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানাচ্ছি। (শ্রুতিলিখন)

whatsapp follow image

আরও পড়ুন

×