ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

৬৮ কারাগারে ১১২ চিকিৎসক নিয়োগ

৬৮ কারাগারে ১১২ চিকিৎসক নিয়োগ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১ | ০৩:২৩ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ | ০৩:৪৭

দেশের ৬৮টি কারাগারে ১৪১টি পদের বিপরীতে ১১২ জন চিকিৎসকের পদ পূরণ করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে কারা কর্তৃপক্ষের দাখিল করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কারা মহাপরিদর্শক ব্রি.জে একেএম মোস্তফা কামাল পাশার ওই প্রতিবেদনটি রাষ্ট্রপক্ষে ডেপুটি জেলার মুমিনুল ইসলাম আদালতে দাখিল করেন। পরে শূন্য থাকা ২৯টি পদেও দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে কারা কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী শফিকুল ইসলাম। রিটের পক্ষে ছিলেন আইনজীবী জে আর খান রবিন।
২০১৯ সালে কারাগারে চিকিৎসকের পদ শূন্য থাকা নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে ওই প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন। এরপর একই বছরের ২৩ জুন হাইকোর্ট এক আদেশে সারাদেশের সব কারাগারে বন্দিদের ধারণক্ষমতা, বন্দি ও চিকিৎসকের সংখ্যা এবং চিকিৎসকের শূন্যপদের তালিকা দাখিলের নির্দেশ দিয়ে রুল জারি করেন।

পরে ওই বছরের নভেম্বর মাসে এক প্রতিবেদন দিয়ে কারা কর্তৃপক্ষ আদালতকে জানায়, দেশের ৬৮টি কারাগারে ১৪১টি পদের বিপরীতে চিকিৎসক রয়েছেন মাত্র ১০ জন। এরপর ওই প্রতিবেদন পর্যালোচনা করে হাইকোর্ট কারাগারগুলোতে দ্রুত চিকিৎসক নিয়োগের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ফের শূন্য পদে চিকিৎসক নিয়োগের বিষয়ে প্রতিবেদন দাখিল করে কারা কর্তৃপক্ষ।


আরও পড়ুন

×