ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

শপথ নিলেন ডা. প্রাণ গোপাল দত্ত

শপথ নিলেন ডা. প্রাণ গোপাল দত্ত

সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তকে শপথবাত্য পাঠ করাচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী- জাতীয় সংসদ সচিবালয়

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৪৫ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৪৬

শপথ নিয়েছেন কুমিল্লা-৭ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে শপথবাক্য পাঠ করান।

সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হুইপ মাহবুব আরা বেগম গিনি। শপথ গ্রহণ শেষে প্রাণ গোপাল দত্ত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়েছিল।

আরও পড়ুন

×