শপথ নিলেন ডা. প্রাণ গোপাল দত্ত

সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তকে শপথবাত্য পাঠ করাচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী- জাতীয় সংসদ সচিবালয়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৪৫ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৪৬
শপথ নিয়েছেন কুমিল্লা-৭ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে শপথবাক্য পাঠ করান।
সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হুইপ মাহবুব আরা বেগম গিনি। শপথ গ্রহণ শেষে প্রাণ গোপাল দত্ত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়েছিল।