বাংলাদেশকে জমি লিজ দিতে চায় আফ্রিকার দেশগুলো
সুদানে একটি কৃষি জমি (ছবি: বিবিসি)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১ | ০৭:৪৩ | আপডেট: ০৪ অক্টোবর ২০২১ | ০৭:৪৩
কৃষিপণ্য উৎপাদনের জন্য দক্ষিণ সুদানসহ আফ্রিকার দেশগুলো বাংলাদেশকে জমি লিজ দিতে চায়। বিষয়টি দ্রুত দেখতে প্রধানমন্ত্রী পররাষ্ট্র, বাণিজ্য ও কৃষিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
এছাড়া এক বছরের বেশি সময় বেতন-ভাতা বকেয়া রাখলে পৌরসভা বাতিলের বিধান রেখে 'স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২১' খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ পাঁচ বছর শেষ হলে প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন সরকারি কর্মকর্তা বা সরকার যাকে যোগ্য মনে করেন এমন ব্যক্তিকে ছয় মাসের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেবে। পৌরসভার 'সচিব' পদ বদলে 'পৌর নির্বাহী কর্মকর্তা' করা হচ্ছে। পৌরসভা করার জন্য প্রতি কিলোমিটারে দেড় হাজার মানুষ থাকতে হতো। এখন সেটা সংশোধন করে দুই হাজার মানুষ থাকার কথা প্রস্তাব করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ডিভিশন ডেভেলপমেন্ট বোর্ড অর্ডিন্যান্স ১৯৭৬ (রহিতকরন) আইন ২০২১ এর খসড়া, অত্যাবশ্যক পরিষেবা আইন ২০২১ এর খসড়া, জবরদস্তি শ্রম সম্পর্কিত আইএলও কনভেশন ১৯৩০ এর প্রটোকল ২৯ অনুসমর্থনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
- বিষয় :
- দক্ষিণ সুদান
- জমি লিজ
- আফ্রিকার দেশ