বাসভাড়া বাড়াতে বিআরটিএকে মালিক সমিতির চিঠি

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ০৪:২১ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ০৪:২৩
বাসের ভাড়া পুনর্নির্ধারণ করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার রুটে গত আট বছর ধরে বাসভাড়া বাড়ানো হয়নি। অথচ এই সময়ে গাড়ির চেসিজের মূল্য, টায়ার-টিউব, খুচরা যন্ত্রাংশসহ সব ধরনের কর ও ফি বাড়ানো করা হয়েছে। এতে গাড়ি পরিচালনায় খরচ অনেকে বেড়েছে। এ ছাড়া করোনার সময় পরিবহন মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতিমধ্যে অনেক মালিক দেউলিয়া হয়ে পড়েছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বাসভাড়া বাড়ানোর জন্য মালিক সমিতি বারবার আবেদন করেছে। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। এর মধ্যে ৩ নভেম্বর রাতে জ্বালানি মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে অস্বাভাবিকভাবে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে।
এ পরিস্থিতিতে মালিক সমিতি বলছে, ডিজেলের দাম বাড়লে মালিকদের মুনাফা পাওয়া তো দূরের কথা, তেলের মূল্য পরিশোধ করতে হিমশিম খেতে হবে। এমন অবস্থায় সারা দেশের মালিকদের অভিমত, অনতিবিলম্বে বাস ভাড়া বাড়ানো না হলে গাড়ি পরিচালনা করা কোনোভাবেই সম্ভব হবে না। এ কারণে যৌক্তিক হারে বাস ভাড়া বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয় ওই চিঠিতে।