ঢাবি আইটি সোসাইটির নতুন সভাপতি সাকিব, সম্পাদক জুলফিকার

নাজমুস সাকিব ও মো. জুলফিকার রহমান
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ০৫:০৯ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ০৫:৫৮
ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (ডিইউআইটিএস) ২০২০-২১ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে এই নির্বাচন শুরু হয় এবং রাতে এর ফল ঘোষণা করা হয়ে৷ ভোটারদের সরাসরি ভোটে এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. জুলফিকার রহমান।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সানজিদা সুলতানা শান্তা, ইয়াসনা মাহবুব ইরা এবং মো. জিয়া উদ্দিন। যুগ্ম-সাধারণ সম্পাদক কোহিনূর আক্তার রাখি এবং নাজমুস সাকিব। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নূর ই জান্নাত তন্বী, অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান ইমন ও দপ্তর সম্পাদক আবু তালেব মিশু। কমিটিতে বহিঃযোগাযোগ সম্পাদক হয়েছেন মোছাঃ জান্নাতুল ফেরদৌস সুমনা, মো. মাহদী হাসান ও ফরিদ মোল্লা। এছাড়া কমিটির অনুষ্ঠান বিষয়ক সম্পাদক হয়েছেন লিজা আক্তার, তাসনিম তানহা নাসরীন, আসীর মুরাদ এবং মো. সোহেল আলম।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মামুন-অর-রশিদ। এছাড়া, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য ও প্রযুক্তি ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোহাইমিন আস সাকিব, ডিইউআইটিএসের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল ইমরান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান। নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন আইটি সোসাইটির সাবেক সহ-সভাপতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. ইফতেখার আলম ইফাত, সোসাইটির সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী। এছাড়া সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইমরান খান, সাদেকুল ইসলাম, রাসেল মাহমুদসহ সোসাইটির প্রাক্তন ও বর্তমান কমিটির অন্যান্য সদস্যরা।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- আইটি সোসাইটি
- ডিইউআইটিএস