ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

জামিনে ছাড়া পেয়ে ফের জঙ্গি তৎপরতায় নোমান

জামিনে ছাড়া পেয়ে ফের জঙ্গি তৎপরতায় নোমান

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ১০:৩৬ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ১০:৩৬

রাজধানীর পল্টনে পুলিশের ওপর হামলার ঘটনায় নব্য জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। তার নাম আব্দুল্লাহ আল নোমান ওরফে আবু বাছির। পুলিশ জানায়, সে নব্য জেএমবির সামরিক শাখার কমান্ডার। এর আগে ২০১৮ সালে সিটিটিসি তাকে গ্রেপ্তার করেছিল। জামিনে ছাড়া পেয়ে সে ফের নব্য জেএমবির সঙ্গে সক্রিয় হয়েছে। ভিডিও দেখে আইইডি (ইমপ্রোভাইজড এপপ্ল্লোসিভ ডিভাইস) তৈরি করে থাকে নোমান।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়েছে।

সিটিটিসির প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার নোমান নব্য জেএমবির বর্তমান সামরিক শাখায় কাজ করে। সে মূলত নব্য জেএমবির আমীর মাহাদী হাসান ওরফে জনের নির্দেশে এই শাখার দায়িত্বে রয়েছে। ২০১৭ সালে ফেসবুকের মাধ্যমে দাওয়াত পেয়ে নব্য জেএমবিতে যোগদান করে সে। এরপর সে ফেসবুকে সদস্য সংগ্রহসহ উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করত। তার বাড়ি কুমিল্লায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনের অপর সদস্য আবু মোহাম্মদের নির্দেশে নোমান রাজধানীর মান্ডা এলাকায় একা রুম ভাড়া করে থাকত। আবু মোহাম্মদ তাকে টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে আইইডি বানানোর ভিডিও পাঠায়। আইইডি তৈরির ভিডিও দেখে সে এই বিষয়ে দক্ষতা অর্জন করে। এসব বানানোর জন্য তাকে টাকা প্রদান করত আবু মোহাম্মদ। গত বছরের জুলাইয়ে পল্টন মোড়ের পুলিশ চেকপোস্টের আশপাশে সিসি ক্যামেরা না থাকায় ওই স্থানটি হামলার জন্য বেছে নেয় নোমান। 

এরপর ২৪ জুলাই পুলিশ চেকপোস্টের সামনে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিজের তৈরি আইইডির বিস্ফোরণ ঘটায় নোমান।

আরও পড়ুন

×