দরজায় কড়া নাড়ছে ওমিক্রন: স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. নাজমুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১ | ০৯:১৪ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ | ০৯:১৫
করোনার নতুন ধরন দরজায় কড়া নাড়ছে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে পরিচালক আরও বলেন, দেশে এখন করোনা সংক্রমণের হার ২ শতাংশের নিচে। এরপরও আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। কারণ দরজায় বিপজ্জনক ধরন ওমিক্রন কড়া নাড়ছে।
তিনি বলেন, এই মুহূর্তে সবাইকে সতর্ক থাকতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে। তাহলে যেকোনো ধরন মোকাবিলা করতে সক্ষম হব।
এর আগে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে এখনই সীমান্ত বন্ধের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) নবনির্মিত ভবন পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশ ভালো আছে, নিরাপদে আছে। সুতরাং এখনও সীমান্ত বন্ধ করার মতো পরিস্থিতি হয়নি। সীমান্ত এলাকার প্রতিটি বর্ডারে স্ক্রিনিং ও পরীক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রনের বিস্তার ঠেকাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।