ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের আলোচনা সভা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের আলোচনা সভা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২ | ১২:০০ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ | ০৭:৩৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার লড়াই-সংগ্রামের কারণে আমরা একটি পতাকা পেয়েছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন সভাপতি ডা. সনজিৎ চক্রবর্তী, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শাহাদৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু মোহাম্মদ, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের নির্বাহী সদস্য ডা. শামীম আহমেদ প্রমুখ।

আরও পড়ুন

×