ক্যাম্পাসে ছিনতাই
রাবি প্রক্টরিয়াল বডির অপসারণ দাবি শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২ | ০৯:১৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ | ০৯:১৯
ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ উল্লেখ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রক্টরিয়াল বডির অপসারণ দাবি করেছেন শিক্ষার্থীরা। সম্প্রতি কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একাধিক ছিনতাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এ দাবি জানান। এ দাবিতে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে মানববন্ধন করেন তারা। এ ছাড়াও আগামী ৭২ ঘণ্টার মধ্যে ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে না পারলে প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, মঙ্গলবার আমার এক বন্ধু ছিনতাইয়ের শিকার হয়েছেন। প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটছে; কিন্তু প্রশাসনের কোনো তৎপরতা নেই। দাবি আদায়ের জন্য যখন আমরা মানববন্ধন করি, সমাবেশ করি তখন প্রক্টর আমাদের অফিসে ডেকে নিয়ে হয়রানি করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা আছে। যখন কোনো শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয় তখন ডেকে নিয়ে আমাদের ফুটেজ দেখানো হয়, সাময়িকভাবে আমাদের আশা দেওয়া হয়। কিন্তু এর দীর্ঘমেয়াদি কোনো প্রতিকার তারা দিতে পারেন না।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও তানভীর আহমেদ। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
- বিষয় :
- রাবি
- প্রক্টরিয়াল বডি
- শিক্ষার্থীরা
- ছিনতাই