ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

পরিবহনের ব্যবস্থা হলেই রোমানিয়ায় নেওয়া হবে নাবিকদের

পরিবহনের ব্যবস্থা হলেই রোমানিয়ায় নেওয়া হবে নাবিকদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৩:৩৭ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৩:৩৭

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে দেশটির শেল্টার হাউজে মালদোভা হয়ে রোমানিয়ায় নেওয়া হচ্ছে। এর আগে তাদের শেল্টার হাউজ থেকে ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে নেওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধাবস্থা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়।

ইউক্রেন বিষয়ে দেখভালের দায়িত্বে থাকা পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন সমকালকে এ কথা জানান। ইউক্রেনের শেল্টার হাউজে থাকা ২৮ নাবিককে রোমানিয়া নেওয়ার চেষ্টা চলছে। শুক্রবার তাদের রোমানিয়া নেওয়ার একটি পদক্ষেপ নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়। তবে শিগগিরই রোমানিয়ায় নেওয়া হবে নাবিকদের।

হাদিসুরের লাশ নাবিকদের সঙ্গে রোমানিয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, চেষ্টা চলছে নেওয়ার। কিন্তু আপনার জানেন লাশ বহনের জন্য বিশেষায়িত ফ্রিজিং ভ্যানের ব্যবস্থা করতে হয়। যেটা ইউক্রেনের এখন সংকট রয়েছে। হাদিসুুরের লাশ ওখানকার একটি হিমঘরে সংরক্ষিত আছে। পরিবহনের ব্যবস্থা করতে পারলেই লাশ রোমানিয়ায় নেওয়া হবে। হয়তো ২৮ নাবিককে আগে নেওয়া হবে।

আরও পড়ুন

×