সেই ২৮ নাবিক রোমানিয়ায়, দ্রুত দেশে আনা হবে

২৮ নাবিক, ফাইল ছবি
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৮:৫৪ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৮:৫৪
ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক রোমানিয়ায় পৌঁছেছেন। তাদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে। শনিবার সাংবাদিকদের এ তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, একজন সহকর্মীর দুর্ভাগ্যজনক মৃত্যুর পর ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বাকি ২৮ জন খুব ভয় পাচ্ছিলেন। সে জন্য তাদের রোমানিয়ায় নিয়ে আসা হয়েছে। তারা সম্পূর্ণ নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন। যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরত আনা হবে।
এদিকে ইউক্রেনে পাঁচ বাংলাদেশিকে মানবঢাল হিসেবে ব্যবহার করতে ইউক্রেনের একটি সেনা শিবিরে আটকে রাখার ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিডিওটি প্রচারের তথ্যও মন্ত্রণালয়ে এসেছে। বিষয়টি মন্ত্রণালয় যাচাই-বাছাই করছে। যাচাই-বাছাই শেষে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, খবর এসেছে ইউক্রেনে বাংলাদেশিরা কিছু বিরূপ আচরণের শিকার হচ্ছেন। এ কারণে রোমানিয়া এবং পোল্যান্ড দূতাবাসের কর্মকর্তাদের ইউক্রেন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের দূতাবাস থেকেও কর্মকর্তাদের নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, ভারত তাদের নাগরিকদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে। এ কারণে ভারতের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, তাদের নজরে কোনো বাংলাদেশি ইউক্রেনে থাকলে যেন সঙ্গে সঙ্গে সে তথ্য পাওয়া যায়।