কক্সবাজার জেলার সব তপশিলি ব্যাংকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং সম্মেলন। শনিবার দুপুরে শহরের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

‘এসো সঞ্চয় করি, সোনার বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা কলাতলী হোটেল-মোটেল জোনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে যুক্ত হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসইভিপি ও চট্টগ্রাম জোনাল হেড রাশেদ সরওয়ার, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. ইকবাল মহসিন, যুগ্ম পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দীন।

স্বাগত বক্তব্য দেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসইভিপি মোহাম্মদ আশফাকুল হক। বর্ণাঢ্য আয়োজনে ৪১টি ব্যাংক অংশ নেয়। লিড ব্যাংকের দায়িত্বে ছিল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা ও সেবা কর্মসূচির আওতায় স্কুল ব্যাংকিং সংশ্লিষ্ট ভিডিওচিত্র প্রদর্শিত হয়। শেষে কুইজ প্রতিযোগিতা, শিশুতোষ গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা ছিল।