ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

এমডির মন্তব্য অস্বীকার করেছে ব্র্যাক ব্যাংক

এমডির মন্তব্য অস্বীকার করেছে ব্র্যাক ব্যাংক

লোগো

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ০৫:৫৮

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত সাম্প্রতিক এক সেমিনারে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর. এফ. হোসেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আত্মীয়স্বজনের চাকরির জন্য তদবির নিয়ে যে মন্তব্য করেছেন, সে  বিষয়ে প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক নিজস্ব অবস্থান জানিয়েছে।

বুধবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যবস্থাপনা পরিচালকের কিছু অনভিপ্রেত বক্তব্যের প্রতি ব্যাংকের দৃষ্টি আকর্ষিত হয়েছে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদ সেই বক্তব্যের সঙ্গে একমত নয় বিধায় এসব তাঁর ব্যক্তিগত বক্তব্য বলে গণ্য করে। এর সঙ্গে ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই। এরপরও তাঁর মন্তব্যের কারণে সৃষ্ট বিভ্রান্তির জন্য ব্যাংক দুঃখিত। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সব মহলকে আশ্বস্ত করা যাচ্ছে যে, সেলিম আর. এফ. হোসেনের সব বক্তব্য ব্র্যাক ব্যাংকের মতামত বা নীতির প্রতিনিধিত্ব করে না। আমরা স্বীকার করি যে, এসব মন্তব্য আমাদের অংশীজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের কারণ হতে পারে। ব্র্যাক ব্যাংক সব অংশীজনের, বিশেষ করে ব্যাংকিং খাতের অভিভাবক ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সহযোগিতামূলক ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।’

আরও পড়ুন

×