আজ ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। বসন্তের প্রথম দিনও আজ। সব মিলিয়ে আজ বছরের সবচেয়ে রোম্যান্টিক দিন। অনেকেই আজ প্রিয় মানুষের সঙ্গে দিনটা সুন্দরভাবে কাটানোর প্রস্তুতি নিয়েছেন। এই বিশেষ দিনে কোন পোশাক পরবেন, তার সঙ্গে মানানসই জুতো ও জুয়েলারি, সব কিছুই নিশ্চয়ই আগে থেকে ঠিক করে রেখেছেন। এর পাশাপাশি, এই দিন কীরকম মেকআপ করবেন তা জেনে রাখতে পারেন।

মুখ পরিষ্কার করুন: মেকআপ করার আগে ফেসওয়াশ বা ফেস ক্লিনজার দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করুন। এতে মুখে লেগে থাকা ধুলা-ময়লা ও অতিরিক্ত তেল দূর হবে।

ফাউন্ডেশনের সঙ্গে ময়েশ্চারাইজার মেশান: ফাউন্ডেশনের সঙ্গে ময়েশ্চারাইজার মিশিয়ে ব্যবহার করতে পারেন। ময়েশ্চারাইজার এবং ফাউন্ডেশন মিশিয়ে মুখে লাগালে লাইট মেকআপ লুক পাওয়া যায়। ময়েশ্চারাইজার ও ফাউন্ডেশন সমপরিমাণ মিশিয়ে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে পুরো মুখে লাগান।

হাইলাইটার: হাইলাইটার ছাড়া মেকআপ সম্পূর্ণ হয় না। চিক বোনস, নোজ ব্রিজ বা নাকের উপরের লম্বা অংশে, ভ্রু-এর নীচে, ঠোঁটের ওপরে ও থুতনিতে হাইলাইটার লাগান। হাইলাইটার দিলে মুখ উজ্জ্বল দেখাবে।

লিপস্টিকের সাহায্যে গাল এবং ঠোঁটে মেকআপ করুন
: লিপস্টিককে ব্লাশার হিসেবে ব্যবহার করতে পারেন। লিপস্টিক ঠোঁটে লাগানোর পরে, গালে কিছুটা লিপস্টিক লাগান। তারপরে ভালো করে ব্লেন্ড করুন। লিপস্টিককে ব্লাশার হিসেবে ব্যবহার করতে আপনার আঙুল ব্যবহার করুন। তবে আপনি চাইলে নর্মাল ব্লাশারও ব্যবহার করতে পারেন।

কাজল ও মাস্কারা ব্যবহার
: আকর্ষণীয় লুকের জন্য চোখের মেকআপ করা জরুরি। ভ্যালেন্টাইন্স ডে তে চোখের মেকআপের জন্য মাস্কারা ও কাজল অবশ্যই ব্যবহার করুন। ওয়াটারলাইন ও ল্যাশ লাইনে কাজল ব্যবহার করুন। কাজলের সাহায্যে স্মোকি আইজ করতে পারেন। মাস্কারা লাগালে চোখের পাতা কালো, ঘন ও লম্বা দেখাবে। এছাড়া, আপনি চাইলে আইশ্যাডো ও আইলাইনারও ব্যবহার করতে পারেন।