- বিবিধ
- উচ্চশিক্ষা গ্রহণে ড্যাফোডিলের সঙ্গে আলব্রাটস এডুকেশন
উচ্চশিক্ষা গ্রহণে ড্যাফোডিলের সঙ্গে আলব্রাটস এডুকেশন

উচ্চ শিক্ষার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটিসহ ইউকে কেন্দ্রিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের লজিস্টিক সেবা প্রদান করে আসছে আলব্রাটস এডুকেশন। এবার প্রতিষ্ঠানটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ।
সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ধানমন্ডি কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান, গ্রুপের সিস্টার কনসার্ন এডমিশন এসি এর হেড অব অপারেশন কাজী মেসবাহুর রহমান, আলব্রাটস এডুকেশন এর সিইও মেহেদী হাসান এবং হেড অব অপারেশনস আশিক খান এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজ রহমান পিয়াস।
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভবিষ্যতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যুক্তরাজ্য কেন্দ্রিক ইউনিভার্সিটিগুলোতে অধ্যায়নের জন্য আলবাট্রস থেকে ভর্তি ও স্কলারশীপের জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন