- বিবিধ
- ঢাকায় আসছেন আন্তর্জাতিক রোটারির প্রথম নারী প্রেসিডেন্ট
ঢাকায় আসছেন আন্তর্জাতিক রোটারির প্রথম নারী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক রোটারির প্রথম মহিলা প্রেসিডেন্ট জেনিফার জোনস।
আন্তর্জাতিক রোটারির প্রথম মহিলা প্রেসিডেন্ট জেনিফার জোনস ৩ দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন।
সফরকালে তিনি রোটারির জনকল্যাণমূলক কিছু প্রকল্প পরিদর্শন করবেন এবং রোটারি ইন্টারন্যাশনাল জেলা-৩২৮১, বাংলাদেশের কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন।

এ সফরকালে জেনিফার জোনস রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও মন্ত্রিসভার কয়েকজন সদস্যের সঙ্গে সাক্ষাত করবেন। রোববার রোটারি ইন্টারন্যাশনাল জেলা-৩২৮১ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক রোটারির ১১৭ বছরের ইতিহাসে জেনিফার জোনস প্রথম নারী প্রেসিডেন্ট। রোটারির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বাংলাদেশ জেলা ৩২৮১ এর গভর্নর ইঞ্জিনিয়ার এমএ ওয়াহাব এবং কাউন্সিল অব গভর্নরসের সদস্যগণের সঙ্গে জেনিফার গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন।
মন্তব্য করুন