- বিবিধ
- ‘রোটারি ২০০০ উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে’
‘রোটারি ২০০০ উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে’

রোটারি গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব বলেছেন, জুলাই-২০২২ থেকে এ পর্যন্ত রোটারি দুই হাজারের উপরে বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টের কাজ সম্পাদন করেছে।
শনিবার রাজধানী ঢাকার গুলশানে কসমোপলিটান রোটারির এক অনুষ্ঠানে বক্তৃতা দান কালে গভর্নর একথা বলেন।
ইঞ্জিনিয়ার ওয়াহাব বলেন, রোটারি জেলা ৩২৮১ বাংলাদেশ বিশ্বের সর্ববৃহৎ রোটারি সংগঠন। এই জেলার তিনশ নয়টি ক্লাবের আট হাজার আটশত সাতানব্বই জন সদস্য আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক গভর্নর জয়নুল আবেদীন, শামসুল হুদা, হাফিজুল্লাহ, ইশতিয়াক জামান, শওকত হোসেন, আইপিডিজি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, গভর্নর (নির্বাচিত) আশরাফুজ্জামান নান্নু। বক্তব্য রাখেন, রোটারির এডিশনাল গভর্নর আবুল খায়ের চৌধুরী, ক্লাবের সভাপতি খন্দকার ওমর ফারুক, প্রাক্তন মহাসচিব রাকিব সরদার, নুরুন্নেসা বেগম, মনিরুল আলম, হোসনে আরা পলি, রনজিত কুমার নাথ প্রমুখ।
বিষয় : রোটারি উন্নয়নমূলক প্রকল্প
মন্তব্য করুন