ফুটবল বিশ্বকাপ নিয়ে গান গাইলেন ক্রীড়া লেখক মনিরুজ্জামান মিন্টু। ‘দে গোল’ শিরোনমের গানটির গীতিকারও তিনি।  

গান নিয়ে মিন্টু বলেন, ‘ক্রীড়া প্রতিবেদক হিসেবে কাজের অভিজ্ঞতা আছে। গানটি লিখতে দেশের ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) কয়েকজন সিনিয়রের সঙ্গে আলাপ করি, যাতে গানের কথায় স্পোর্টিং ফ্লেভার পাওয়া যায়।’

তার গানটির মিউজিক করেছেন আরিফ হাসান এবং মিউজিক ভিডিও’র নির্দেশনায় ছিলেন একুশে টেলিভিশনের স্পোর্টস ইনচার্জ আবু হোরায়রা তামিম।

বিষয় : বিশ্বকাপ নিয়ে গান

মন্তব্য করুন