- বিবিধ
- দিনব্যাপী আয়োজনে মিলবে উচ্চ শিক্ষার সুযোগ
দিনব্যাপী আয়োজনে মিলবে উচ্চ শিক্ষার সুযোগ

কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়ার শীর্ষ সব বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ১৫ ফেব্রুয়ারি পিএফইসি গ্লোবালের ধানমণ্ডি অফিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘মাল্টি ডেসটিনেশন অ্যাপ্লিকেশান ডে ’। সকাল ১০টা ৩০মিনিট থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এতে ১০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। ইভেন্টে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কোর্স, স্কলারশিপ ও ইন্টার্নশীপ নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ইনটেকের জন্য তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করারও সুযোগ পাবেন।
পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ জানায়, দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য থাকছে ৬০% পর্যন্ত স্কলারশিপ এবং আবেদন ফি ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার সুযোগ। থাকছে আকর্ষণীয় উপহার।
আরও পড়ুন
মন্তব্য করুন