মুন্সীগঞ্জের হেনা আহমেদ হাসপাতালের দাতা হেনা আহমেদ মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ৮৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)

তিনি স্বামী আবুল বাসেত শফিক উদ্দিন আহমেদ, লন্ডন প্রবাসী দুই ছেলে আবরার আত্রেয় আহমেদ ও এসরার অবিন আহমেদ এবং নাতি নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের হাঁসাডা ইউনিয়নের আলমপুর গ্রামে হেনা আহমেদ হাসপাতাল প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে ঢাকা আহছানিয়া মিশন ও হেনা আহমেদ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

প্রসঙ্গত, হেনা আহমেদ হাসপাতালটি পরিচালনা করছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন। সংবাদ বিজ্ঞপ্তি।