কক্সবাজারের পেকুয়ায় ঘূর্ণিঝড় মোকা আতঙ্কে বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া এক অন্তঃসত্ত্বা নারীকে নিজের সরকারি গাড়িতে করে হাসপাতালে পাঠিয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার।

শনিবার (১৪ মে) দিনগত রাতে আশ্রয়কেন্দ্রে প্রসব বেদনা উঠলে হাসপাতালে নেওয়ার মতো কোনো যানবাহন না থাকায় সহযোগিতায় এগিয়ে আসেন ওসি। অন্তঃসত্ত্বা নারীর নাম জয়নব বেগম (১৯)। তিনি উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়ার মো. আরকানের (২২) স্ত্রী। আজ রোববার সকালে হাসপাতালেই এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

জানা যায়, আশ্রয়কেন্দ্রে রাত ১টার দিকে প্রসববেদনায় কাতরাতে শুরু করলে হাসপাতালের নিচে গাড়ি খোঁজাখুঁজি শুরু করেন আরকান। কিন্তু মধ্যরাতে তিনি কোনো গাড়ি পাচ্ছিলেন না। ঠিক ওই সময় আশ্রয়কেন্দ্র পরিদর্শনে যান পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার। তিনি নিজের সরকারি গাড়িতে করে জয়নব বেগমকে ১০ কিলোমিটার দূরের সরকারি হাসপাতালে পৌঁছে দেন।

আশ্রয়কেন্দ্রে আসা স্থানীয় রাশেদা বেগম বলেন, সময়মতো জয়নবকে হাসপাতালে পৌঁছানো না গেলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত। কারণ, আশ্রয়কেন্দ্রে কোনো ধাত্রী পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুজিবুর রহমান জানান, ওই নারী স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিয়েছেন। মা ও ছেলে ভালো আছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, রাতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের সার্বিক পরিস্থিতি দেখতে রাজাখালীর এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ে যাই। সে সময় সেখানে এক প্রসূতি মহিলার প্রসব বেদনা ওঠে। তাকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি পাওয়া যাচ্ছিল না। প্রসব বেদনায় কাতরানো ওই নারীকে হাসপাতালে পৌঁছে দিতে ওই মুহূর্তে আমার সরকারি গাড়ি ব্যবহার করা ছাড়া উপায় ছিল না। পুলিশের কাজতো জনকল্যাণ। আমি সে কর্তব্য পালন করেছি মাত্র।