ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

পদবি বদলাতে চান অনন্যা

পদবি বদলাতে চান অনন্যা

অনন্যা পান্ডে

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৮:১৯ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৪:২০

বিয়ের আগেই নামের পদবি বদলে ফেলার কথা শোনা গেল বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের মুখে; যা শুনে অনেকেই অবাক। বিয়ের পর স্বামীর পদবি গ্রহণ করা নারীর সংখ্যা কম নয়। ঐশ্বরিয়া, কারিনা থেকে শুরু করে বলিউড অভিনেত্রীদের অনেকেই নামের সঙ্গে স্বামীর পদবি যুক্ত করেছেন। কিন্তু বিয়ের আগে এমন ভাবনার কথা কারও মুখেই শোনা যায়নি। কিন্তু অনন্যা কেন এমনটি ভাবছেন– এ প্রশ্নই এখন অনেকের মুখে। তবে এর সঠিক উত্তরে এখনও মুখ খোলেননি এ বলিউড তারকা।

সম্প্রতি জনপ্রিয় সেলিব্রিটি শো ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনের তৃতীয় পর্বে অতিথি হয়েছিলেন অনন্যা। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী অভিনেত্রী সারা আলী খান। অনন্যার প্রেমজীবন নিয়ে বলিউডে যে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, এ অনুষ্ঠানের আলোচনায় সেটিও বাদ যায়নি।

সঞ্চালক করণ জোহর অভিনেত্রী সারাকে জিজ্ঞেস করেন, ‘অনন্যার জীবনে এমন কী রয়েছে, যা তোমার নেই।’ এ প্রশ্নের জবাবে সারা বলেন, ‘আমার জীবনে নাইট ম্যানেজার নেই।’

সম্প্রতি ‘নাইট ম্যানেজার’ সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর। স্বাভাবিকভাবেই সারার ইঙ্গিত যে আদিত্যের দিকে, তা কারও বুঝতে বাকি নেই। প্রিয় বান্ধবীর এমন উত্তর শুনে চোখ নামিয়ে নেন অনন্যা।

যদিও খানিক পর নিজের মুখেই প্রায় স্বীকার করেন, তিনি নিজেকে অনন্যা ‘কয়’ কাপুর ভাবছেন। আসলে ইংরেজি ‘কয়’ শব্দের অর্থ ‘লাজুক’। সে ক্ষেত্রে অনন্যা যা বলেছেন, তা থেকে অনুমান করে নেওয়া যায় যে শব্দের খেলায় প্রকারান্তরে নিজেকে ‘লাজুক’ বলেছেন, সঙ্গে জুড়েছেন  প্রেমিকের কাপুর পদবি।

এদিকে অনেক দিন ধরেই বলিউডে ভেসে বেড়াচ্ছে এ খবর– অভিনেতা অদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম করছেন অনন্যা। দেশ ও দেশের বাইরেও বিভিন্ন স্থানে দেখা মিলেছে তাদের। যে কারণে অভিনয়ের চেয়ে অনন্যার প্রেম নিয়ে সরব নেটিজেনরা।

আরও পড়ুন