ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

সরকার আমিনের নতুন কবিতার বই মেলায়

সরকার আমিনের নতুন কবিতার বই মেলায়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯ | ০৪:১৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ | ০৫:৩২

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে কবি সরকার আমিনের নতুন কবিতাগ্রন্থ ‘হৃদয় সাবানের মতো গলে যাচ্ছে’। কবির সেলফি অবলম্বনে বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর। এটি প্রকাশ করেছে মূর্ধন্য প্রকাশনী।

এ বইয়ের বিষয়ে কবি সরকার আমিন সমকালকে বলেন, আমার হৃদয়ের মধ্যে যে যন্ত্রণা, যে বেদনা- সেগুলোই এ বইয়ের কবিতাগুলোর মধ্যদিয়ে প্রকাশিত হয়েছে। কিন্তু যন্ত্রণা বা বেদনা যখন কবির কাছে আসে, সেটা যে কেবল যন্ত্রণা বা বেদনাই থাকে তা নয়- সেটা কিন্তু আনন্দের অন্য চেহারা নিয়ে হাজির হয়। অর্থাৎ কবির যন্ত্রণা বা বেদনা কেবল যন্ত্রণা বা বেদনা হয়েই থাকে না সেটা এক ধরনের শৈল্পিক আনন্দ তৈরি করে। যন্ত্রণা বা বেদনা কবিচিত্তে যখন যায় সেটা এক ধরনের ফিল্টার্ড হয়। ফিল্টার্ড হয়ে আনন্দে রূপান্তরিত হয়। সেভাবেই এ কবিতাগুলো এসেছে।

১১২ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২৪০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে মূর্ধন্য প্রকাশনীর স্টলে। এছাড়া অনলাইনে বইটি রকমারি থেকে সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন

×