মিলটন সফির নতুন কবিতার বই ‘নিভৃতে নির্বাসনে’ আসছে একুশের বইমেলায়। বইটি প্রকাশ করেছে শিখা প্রকাশনী। প্রচ্ছদ ও অলংকরণ করেছে চারু পিন্টু। আগামী ৭ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনটিতে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ওইদিন থেকেই বইটি মেলায় পাওয়া যাবে।

তার প্রথম কাব্যগ্রন্থ ‘কালোপুরুষ’ প্রকাশিত হয় ২০০৪ সালে। পরের বছরই দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘একটি স্বপ্নস্নাত নারীর জন্যে প্রার্থনা’।

কবিতার বই ‘নিভৃতে নির্বাসনে’ নিয়ে মিলটন বলেন, বইটিতে মোট ৬৮টি কবিতা আছে এবং এর বেশির ভাগই অনেক পুরোনো সময়ের কথা মনে করিয়ে দেবে।