- বইমেলা
- মেলায় রাফসানের কবিতার বই
মেলায় রাফসানের কবিতার বই

বইটির প্রচ্ছদ
অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে রেজওয়ান হাবিব রাফসানের প্রথম কবিতার বই ১/০। বইটি প্রকাশ করেছে ভূমি প্রকাশ। প্রচ্ছদ করেছেন শওকত শাওন।
বইটি প্রসঙ্গে রাফসান বলেন, ‘নিজের যাপিত জীবনের অনুভবকে কবিতায় রূপান্তর করার চেষ্টা করা হয়েছে। ১/০ মানে হলো যাকে সংজ্ঞায়িত করা যায় না। বইয়ের আধেয় এবং ভাবনাও এই সময়ের মতোই অসংজ্ঞায়িত। তাই এই নাম বেছে নেওয়া।’
বই মেলায় ভূমি প্রকাশের ৭২২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
মন্তব্য করুন