অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে রেজওয়ান হাবিব রাফসানের প্রথম কবিতার বই ১/০। বইটি প্রকাশ করেছে ভূমি প্রকাশ। প্রচ্ছদ করেছেন শওকত শাওন।

বইটি প্রসঙ্গে রাফসান বলেন, ‌‘নিজের যাপিত জীবনের অনুভবকে কবিতায় রূপান্তর করার চেষ্টা করা হয়েছে। ১/০ মানে হলো যাকে সংজ্ঞায়িত করা যায় না। বইয়ের আধেয় এবং ভাবনাও এই সময়ের মতোই অসংজ্ঞায়িত। তাই এই নাম বেছে নেওয়া।’ 

বই মেলায় ভূমি প্রকাশের ৭২২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।